
সীমান্ত জনপদ ডেস্ক – গত ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ ১০:০০ ঘটিকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পাথরকোয়ারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে ১২০ গজ ভারতের অভ্যন্তরে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখা গিযেছে মর্মে গোযেন্দা সূত্রে বিজিবি অবগত হয়।
উক্ত সংবাদের ভিত্তিতে পাথরকোয়ারী বিওপি কর্তৃক দ্রুত ঘটনাস্থলে একটি টহল প্রেরণ করে এবং বিষয়টি প্রতিপক্ষ ১১০ বিএসএফ ব্যাটালিয়ন তারিয়াঘাট ক্যাম্পকে অবগত করে। পরবর্তীতে বিএসএফ টহলদল ঘটনাস্থলে আগমন পূর্বক লাশের কয়েকটি ছবি বিজিবির নিকট প্রেরণ করে।
বিজিবি কর্তৃক স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে লাশটি বাংলাদেশী নাগরিক আশরাফ উদ্দীন (৬০), পিতা-মৃত সামছুদ্দিন, গ্রাম-বাটরাই, পোস্ট অফিস-দয়ারবাজার, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটের লাশ বলে নিশ্চিত হয়।
প্রায় আট ঘণ্টা যাবৎ বিজিবি কর্তৃক বিএসএফের সহিত বিভিন্ন পর্যায়ে আলোচনা করতঃ পতাকা বৈঠকের মাধ্যমে বর্ণিত বাংলাদেশী নাগরিকের মৃতদেহটি সন্ধ্যা ৬:১৫ ঘটিকায় বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ কর্তৃক বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পরবর্তীতে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রয়োজনীয় কার্যক্রমের জন্য লাশটি নিয়ে যায়। ভারতীয় বিএসএফ এবং পুলিশের প্রাথমিক তথ্য মতে জানা যায় যে সম্ভবত উক্ত ব্যক্তি পাহাড়ের উপরে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিল এবং উঁচু পাহাড় থেকে নিচে পতিত হয়ে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ পুলিশ লাশ গ্রহণের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
ময়নাতদন্ত ও পোস্টমর্টেম করা সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান। এ বিষয়ে বিজিবি কর্তৃক কোম্পানি কমান্ডার পর্যাযে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ লিপি প্রেরণ করা হচ্ছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে কঠোরভাবে প্রতিবাদ লিপি প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
																			
																		
										
																প্রতিনিধি								 















