
জনগণের ওপর প্রভাব খতিয়ে না দেখেই কিছু পণ্যে মূল্য সংযোজন করের (ভ্যাট) হার বাড়িয়েছে সরকার। আবার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করেই গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিনিয়োগের জন্য দুটি পদক্ষেপই নেতিবাচক। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ আজ বুধবার এক সেমিনারে এ কথাগুলো বলেছেন।
একই অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কারণে-অকারণে ব্যবসায়ীদের হয়রানি করে। গোষ্ঠীস্বার্থে ঘন ঘন নীতির বদল করা হয়। নীতির ধারাবাহিকতার অভাবও আছে। আবার নীতি গ্রহণে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হয় না।