০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে সংস্কার প্রতিবেদন হবে নতুন বাংলাদেশের সনদ: প্রধান উপদেষ্টা

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৯:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • 69

অন্তর্বর্তী সরকার গঠিত চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এসব প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা যা গঠন করতে চাচ্ছি, তার উদ্দেশ্য এ থেকে গণ–অভ্যুত্থানের একটা চার্টার (সনদ) তৈরি করা, যা হবে নতুন বাংলাদেশের সনদ। এটা মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে। নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু সনদ থেকে সরে যাওয়া যাবে না।’

গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় অধ্যাপক ইউনূস সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশে এ কথাগুলো বলেন। সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন গতকাল প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

এদিকে চার সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে গতকাল বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী মাস থেকে সরকারের আলোচনা শুরু হবে।

Tag :

Leave a Reply

কুলাউড়া রেলস্টেশনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: গাড়িচালক আক্তার আলী গ্রেপ্তার

দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে সংস্কার প্রতিবেদন হবে নতুন বাংলাদেশের সনদ: প্রধান উপদেষ্টা

আপডেট সময়: ০৯:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

অন্তর্বর্তী সরকার গঠিত চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এসব প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা যা গঠন করতে চাচ্ছি, তার উদ্দেশ্য এ থেকে গণ–অভ্যুত্থানের একটা চার্টার (সনদ) তৈরি করা, যা হবে নতুন বাংলাদেশের সনদ। এটা মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে। নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু সনদ থেকে সরে যাওয়া যাবে না।’

গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় অধ্যাপক ইউনূস সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশে এ কথাগুলো বলেন। সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন গতকাল প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

এদিকে চার সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে গতকাল বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী মাস থেকে সরকারের আলোচনা শুরু হবে।