প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৭:২১ পি.এম
 নাটোর ঘুসের ভিডিও ফাঁস এসআই প্রত্যাহার 
  
         
  
        
    
    নাটোর সদরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ায় অভিযুক্ত এসআই আমিনুল ইসলামকে নাটোর পুলিশ লাইন্সে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
শনিবার রাতে ঘুস নেওয়ার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, প্রাথমিকভাবে এসআই আমিনুল ইসলামকে নাটোর সদর থানা থেকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারে ধারণ করা এক মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কাগজপত্র দিতে আসা এক সেবাপ্রার্থী সদর থানা পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলামের সঙ্গে হাত মেলানোর ছলে ঘুস দেন। পরে আমিনুল ইসলাম ওই টাকা তার ড্রয়ারে রাখেন।
ভিডিওটি ধারণকারী মামুন হোসেন নামের আর এক ভুক্তভোগী জানান, তিনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে থানায় আসেন। এ সময় উপপরিদর্শক আমিনুল ইসলাম তার কাছে ঘুস দাবি করেন। এ সময় অন্য এক আবেদনকারীর কাছ থেকে ঘুস গ্রহণের একটি ভিডিও ধারণ করেন তিনি।
 
 
 
 
    
        
             © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত