প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৭:৫২ পি.এম
রাসূল (সা.) কে যেভাবে হাসতে দেখেছেন সাহাবি আবু জর (রা.)
রাসূল সা. অন্যের সঙ্গে মুচকি হেসে কথা বলতেন। কখনো তাঁকে অট্টো হাসি দিতে দেখা যেতো না। হজরত আবদুল্লাহ ইবনে হারিস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক মুচকি হাস্যকারী ব্যক্তি কাউকে দেখিনি।(মুসনাদে আহমাদ, হা/১৭৭৫০)
রাসূল সা. মুচকি হাসি দেওয়ার সময় তাঁর সাদা দাঁত দেখা যেতো। এক হাদিসে হজরত আবু জর থেকে বর্ণিত। তিনি বলেন—
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তিকে ভালোভাবে জানি। আর যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে নাজাত পাবে, তাকেও জানি।
কিয়ামতের দিন এক ব্যক্তিকে (আল্লাহর নিকট উপস্থিত করে) বলা হবে, এর সগীরা গুনাহগুলো উপস্থাপন করো এবং কবীরা গুনাহগুলো গোপন করে রাখো। এরপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি অমুক অমুক দিনে এই এই গুনাহ করেছ। তখন সে ব্যক্তি সবগুলো স্বীকার করবে এবং একটিও অস্বীকার করবে না।
এরপর সে তাঁর কবীরা গুনাহসমূহ সম্পর্কে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে। তখন ঘোষণা দেয়া হবে যে, তাঁর প্রতিটি মন্দ কাজের বিনিময়ে একটি করে নেকী লিপিবদ্ধ করো। এরপর সে বলবে, নিশ্চয় এখনও আমার অনেক গুনাহ বাকী আছে, যা দেখতে পাচ্ছি না। আবু জর রা. বলেন, তখন আমি দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছেন; এমনকি তাঁর সাদা দাতগুলো দেখা যাচ্ছিল। (মুসনাদে আহমাদ, হা/২১৪৩০)
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত