০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হামলার বিচার ও চাকরি জাতীয়করণ করে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে দিন

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১১:০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • 97

চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপরে অমানুষিক হামলা, নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

একই সঙ্গে তিনি মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলার বিচার ও চাকরি জাতীয়করণ করে তাদেরকে ক্লাসে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি এ প্রতিবাদ ও আহ্বান জানান।

চরমোনাই পির বলেন, আদর্শ দেশ ও জাতি গড়ার কারিগর অধিকার বঞ্চিত ইবতেদায়ি শিক্ষকদের ওপরে পুলিশী হামলা, নির্যাতনের ঘটনা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

মুফতি রেজাউল করীম বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা পালিয়ে যাওয়ার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল যেভাবে নারী শিক্ষক ও বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের ওপর হামলে পড়ে যে নির্যাতন চালিয়েছে, তা দেশবাসীকে হতবাক করেছে। একটি সভ্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে হামলা ও নির্যাতন করতে পারে না।

তিনি বলেন, ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে এই জুলুমের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনা জনদাবিতে পরিণত হয়েছে। আগামী দিনে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারকে সতর্ক হতে হবে।

চরমোনাই পির অভিযোগ করে বলেন, ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করার পরেও তাদের যৌক্তিক সমস্যা সমাধান না করা দুঃখজনক। অতীতের সরকারগুলো এগুলো সমাধান না করে আকুণ্ঠ দুর্নীতিতে নিয়োজিত থেকে নিজেরা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে।

তিনি আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন করে তাদেরকে ক্লাস রুমে ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

হামলার বিচার ও চাকরি জাতীয়করণ করে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে দিন

আপডেট সময়: ১১:০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপরে অমানুষিক হামলা, নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

একই সঙ্গে তিনি মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলার বিচার ও চাকরি জাতীয়করণ করে তাদেরকে ক্লাসে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি এ প্রতিবাদ ও আহ্বান জানান।

চরমোনাই পির বলেন, আদর্শ দেশ ও জাতি গড়ার কারিগর অধিকার বঞ্চিত ইবতেদায়ি শিক্ষকদের ওপরে পুলিশী হামলা, নির্যাতনের ঘটনা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

মুফতি রেজাউল করীম বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা পালিয়ে যাওয়ার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল যেভাবে নারী শিক্ষক ও বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের ওপর হামলে পড়ে যে নির্যাতন চালিয়েছে, তা দেশবাসীকে হতবাক করেছে। একটি সভ্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে হামলা ও নির্যাতন করতে পারে না।

তিনি বলেন, ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে এই জুলুমের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনা জনদাবিতে পরিণত হয়েছে। আগামী দিনে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারকে সতর্ক হতে হবে।

চরমোনাই পির অভিযোগ করে বলেন, ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করার পরেও তাদের যৌক্তিক সমস্যা সমাধান না করা দুঃখজনক। অতীতের সরকারগুলো এগুলো সমাধান না করে আকুণ্ঠ দুর্নীতিতে নিয়োজিত থেকে নিজেরা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে।

তিনি আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন করে তাদেরকে ক্লাস রুমে ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।