সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। এঘটনায় আরও ৭জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে রানীগঞ্জ সেতুর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা হবিগঞ্জ জেলার সদর উপজেলার উমেদনগর গ্রামের রায় মোহন রায়ের ছেলে রাকেস রায়।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ২টার দিকে জগন্নাথপুর থেকে আসা চালিত অটোরিকশা (টমটম) ও ইনাতগঞ্জ বাজার থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ী দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বৃদ্ধা নিহত হয়। এসময় টমটম ও অটোরিকশায় থাকা রানীগঞ্জ ইউনিয়নের সুবিধপুর গ্রামের মা, ছেলে, ছেলের বউ সহ আরো ৭জন আহত হয়েছেন। গুরুতর আহতদের জগন্নাথপুর হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত রাকেস রায়ের ছেলে রিপন রায় জানান, আমার বাবা রাকেস রায় ইনাতগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে জগন্নাথপুর যাওয়ার পথে রানীগঞ্জ সেতু পার হয়ে শেখ পাড়া পয়েন্টে দুর্ঘটনা নিহত হয়েছেন বলে জেনেছি। এখন আমি জগন্নাথপুর আসার পথে পরে বিস্তারিত বলতে পারবো।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আহমেদ ইনতিয়াজ ভূইয়া বলেন, টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় গাড়ীতে আরও ৩ জনের মত আহত হয়েছেন। নিহত পরিবারের লোক আসলে তাদের সাথে আলোচনা করে নিহতের ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।