আমাদের দেশে অনেকেই মনে করেন, শবে বরাতে ভাগ্য লেখা হয়। এ ধারণা থেকে পত্র-পত্রিকায় শবে বরাতকে ‘ভাগ্যরজনী’ বলেও উল্লেখ করা হয়। অথচ এটি পুরোপুরি ভিত্তিহীন ধারণা। শবে বরাতে ভাগ্য নির্ধারণ করা হয় না। কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন ভাগ্য নির্ধারণ করা হয় কোরআন নাজিলের রাতে। আল্লাহ তাআলা বলেন,
حٰمٓ وَ الۡكِتٰبِ الۡمُبِیۡنِ اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ فِیۡ لَیۡلَۃٍ مُّبٰرَكَۃٍ اِنَّا كُنَّا مُنۡذِرِیۡنَ فِیۡهَا یُفۡرَقُ كُلُّ اَمۡرٍ حَكِیۡمٍ اَمۡرًا مِّنۡ عِنۡدِنَا اِنَّا كُنَّا مُرۡسِلِیۡنَ
হা-মিম! সুস্পষ্ট কিতাবের কসম! নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে, আমি তো সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে। আমিই রাসুল প্রেরণকারী। (সুরা দুখান: ১-৫)।