০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জ ডালুছড়া চা বাগান এলাকায় রেললাইন থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৫:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 55

ফেঞ্চুগঞ্জে ডালুছড়া চা বাগান এলাকায় রেললাইন থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে সিলেট রেলওয়ে ফাঁড়ির পুলিশ। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

গতকাল রাতে ঢাকা ছেড়ে আসা চট্টগ্রাম বা সিলেটগামী কোনো চলন্ত ট্রেন থেকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ। নিহত কিশোরের পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও হ্যাশ রঙের হুডি ছিল। তবে পুলিশ এখনো নিহত কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেনি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে ওই কিশোরের লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান রেলওয়ে থানা পুলিশকে খবর দেন। পরে সিলেট রেলওয়ে থানার এসআই প্রকাশ রায় ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে লাশটি সিলেট রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

প্রকায় রায় জানান, চলন্ত ট্রেন থেকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Leave a Reply

কুলাউড়া রেলস্টেশনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: গাড়িচালক আক্তার আলী গ্রেপ্তার

ফেঞ্চুগঞ্জ ডালুছড়া চা বাগান এলাকায় রেললাইন থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

আপডেট সময়: ০৫:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

ফেঞ্চুগঞ্জে ডালুছড়া চা বাগান এলাকায় রেললাইন থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে সিলেট রেলওয়ে ফাঁড়ির পুলিশ। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

গতকাল রাতে ঢাকা ছেড়ে আসা চট্টগ্রাম বা সিলেটগামী কোনো চলন্ত ট্রেন থেকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ। নিহত কিশোরের পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও হ্যাশ রঙের হুডি ছিল। তবে পুলিশ এখনো নিহত কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেনি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে ওই কিশোরের লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান রেলওয়ে থানা পুলিশকে খবর দেন। পরে সিলেট রেলওয়ে থানার এসআই প্রকাশ রায় ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে লাশটি সিলেট রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

প্রকায় রায় জানান, চলন্ত ট্রেন থেকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।