নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রেজান আহমদ শাহকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে দেশত্যাগের চেষ্টার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, মঙ্গলবার রাতে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করে আমাদের জানানো হয়। আমাদের একটি টিম ঢাকা থেকে তাকে নিয়ে আসে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে।
তিনি আরও বলেন, আজ বুধবার গ্রেফতার রেজানকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।