ফেঞ্চুগঞ্জে সাব্বির আহমদ(২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে ফেঞ্চুগঞ্জ উপজেলার লামা গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাব্বির ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে। সে লামা গঙ্গাপুর গ্রামে তার নানা মৃত আক্কেল আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে তার নানা আক্কেল আলীর প্রতিবেশী খালিক মিয়ার বাড়ির গেইটের সামনে সাব্বিরের মরদেহ দেখতে পান খালিক মিয়ার পরিবারের লোকজন। এ সময় গলায় রশি পেঁচানো দেখা যায়। পরে স্থানীয়রা ও সাব্বিরের আত্মীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সাব্বিরের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।