০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে যৌথ অভিযানে ভারতীয় পণ্য জব্দ, আটক ১

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১০:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • 49

সিলেটে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ৫৮ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরণের পণ্য জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়।

শনিবার (৮মার্চ) রাতে দিকে সিলেটের দিন দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরস্থ এস এ ইন্টারন্যাশনালের গোডাউন অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লার অকিল চন্দ্র দত্তের ছেলে রাম চন্দ্র দত্ত(৪২)।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১৯০ বাস্তা ভারতীয় জিরা, ১০০বস্তা কিসমিস ও ৩০০ কেজি ফুচকা।যার আনুমানিক বাজারমূল্য ৫৭লাখ ৮৫হাজার টাকা।

অভিযান সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরস্থ এস এ ইন্টারন্যাশনাল নামীয় একটি প্রতিষ্ঠানের গোডাউনে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট (বিজিবি-৪৮) পুলিশ ও কাস্টমস যৌথ অভিযান চালায়। এসময় সেখানে ভারতীয় জিরা, কিসমিস ও ফুচকা পাওয়া যায়। সেগুলোর আমদানির কাগজ পত্র দেখতে চাইলে ওই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা রামচন্দ্র পাল কাগজপত্র না দেখাতে পারেননি। পরে তাকে আটক করা হয়। এঘটনায় রাম চন্দ্র ও প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেটে জেলার সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, অর্পিত সম্পত্তি সেল, আরএম শাখা) মাহমুদ আশিক কবির।

এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও কাস্টমসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

সিলেটে যৌথ অভিযানে ভারতীয় পণ্য জব্দ, আটক ১

আপডেট সময়: ১০:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

সিলেটে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ৫৮ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরণের পণ্য জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়।

শনিবার (৮মার্চ) রাতে দিকে সিলেটের দিন দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরস্থ এস এ ইন্টারন্যাশনালের গোডাউন অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লার অকিল চন্দ্র দত্তের ছেলে রাম চন্দ্র দত্ত(৪২)।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১৯০ বাস্তা ভারতীয় জিরা, ১০০বস্তা কিসমিস ও ৩০০ কেজি ফুচকা।যার আনুমানিক বাজারমূল্য ৫৭লাখ ৮৫হাজার টাকা।

অভিযান সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরস্থ এস এ ইন্টারন্যাশনাল নামীয় একটি প্রতিষ্ঠানের গোডাউনে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট (বিজিবি-৪৮) পুলিশ ও কাস্টমস যৌথ অভিযান চালায়। এসময় সেখানে ভারতীয় জিরা, কিসমিস ও ফুচকা পাওয়া যায়। সেগুলোর আমদানির কাগজ পত্র দেখতে চাইলে ওই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা রামচন্দ্র পাল কাগজপত্র না দেখাতে পারেননি। পরে তাকে আটক করা হয়। এঘটনায় রাম চন্দ্র ও প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেটে জেলার সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, অর্পিত সম্পত্তি সেল, আরএম শাখা) মাহমুদ আশিক কবির।

এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও কাস্টমসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।