০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুই ভাইয়ের মধ্যে বিরোধ মেটাতে বলায় চাচাকে পিটিয়ে হত্যা

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০১:১৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • 57

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আমজাদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।

রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী ওই গ্রামের মৃত মোগল আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ আলীর ছোট ভাই আহম্মেদ আলী। আহম্মেদ আলীর দুই ছেলে আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার এই বিষয় নিয়ে আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে আবার বাকবিতণ্ডা হয়। ইফতারের পর ভাতিজা আব্দুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞেস করতে যান বৃদ্ধ আমজাদ আলী এবং বিরোধ মিটিয়ে ফেলতে বলেন। এসময় উত্তেজিত হয়ে আব্দুল রহমান তার শ্যালক রুবেল, কালা মিয়া, স্ত্রী নুরজাহান ও বোন সুমাকে নিয়ে বৃদ্ধ আমজাদ আলীকে পিটিয়ে আহত করেন।

আহত আমজাদ আলীকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমজাদ আলীকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, চাচাকে ভাতিজা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

দুই ভাইয়ের মধ্যে বিরোধ মেটাতে বলায় চাচাকে পিটিয়ে হত্যা

আপডেট সময়: ০১:১৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আমজাদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।

রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী ওই গ্রামের মৃত মোগল আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ আলীর ছোট ভাই আহম্মেদ আলী। আহম্মেদ আলীর দুই ছেলে আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার এই বিষয় নিয়ে আব্দুর রহমান ও মন্নাফের মধ্যে আবার বাকবিতণ্ডা হয়। ইফতারের পর ভাতিজা আব্দুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞেস করতে যান বৃদ্ধ আমজাদ আলী এবং বিরোধ মিটিয়ে ফেলতে বলেন। এসময় উত্তেজিত হয়ে আব্দুল রহমান তার শ্যালক রুবেল, কালা মিয়া, স্ত্রী নুরজাহান ও বোন সুমাকে নিয়ে বৃদ্ধ আমজাদ আলীকে পিটিয়ে আহত করেন।

আহত আমজাদ আলীকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমজাদ আলীকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, চাচাকে ভাতিজা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।