০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জ বাড়ির সীমানায় ট্যাংকি নির্মাণকে কেন্দ্র করে যুবক খুনঃ গ্রেফতার ২

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১১:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • 29

ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকুনা গ্রামে নাজির হোসেন (২৮) মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ভেলকুনা গ্রামের মৃত চেরাগ আলীর স্ত্রী মায়ারুন নেছা ও হান্নান মিয়ার স্ত্রী আয়েশা বেগম।

এর আগে নিহত নাজিরের মা জমিরুন নেছা বাদী হয়ে বুধবার (২৮ মে) ৬ জনের নাম উল্লেখ করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং ১৩, ২৯/০৫/২৫) দায়ের করেছেন।

তারা হলেন, ভেলকুনা গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র আব্দুল হান্নান, আব্দুল মান্নান, মেদু মিয়া, লাল মিয়ার পুত্র শাহজাহান, মৃত চেরাগ আলীর স্ত্রী মায়ারুন নেছা ও হান্নান মিয়ার স্ত্রী আয়েশা বেগম।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল বুধবার বাড়ির সীমানায় ট্যাংকি নির্মাণকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের সাথে দ্বন্দ্ব তৈরি হয় মৃত নাজির হোসেনের পরিবারের।

এ সময় ধস্তাধস্তি ও হাতাহাতি হলে নাজির হোসেন বুকে ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন। তাকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানান তিনি মৃত্যুবরণ করেছেন। নিহত নাজির ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ভেলকুনা গ্রামের মৃত মকরম আলীর পুত্র।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

ফেঞ্চুগঞ্জ বাড়ির সীমানায় ট্যাংকি নির্মাণকে কেন্দ্র করে যুবক খুনঃ গ্রেফতার ২

আপডেট সময়: ১১:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকুনা গ্রামে নাজির হোসেন (২৮) মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ভেলকুনা গ্রামের মৃত চেরাগ আলীর স্ত্রী মায়ারুন নেছা ও হান্নান মিয়ার স্ত্রী আয়েশা বেগম।

এর আগে নিহত নাজিরের মা জমিরুন নেছা বাদী হয়ে বুধবার (২৮ মে) ৬ জনের নাম উল্লেখ করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং ১৩, ২৯/০৫/২৫) দায়ের করেছেন।

তারা হলেন, ভেলকুনা গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র আব্দুল হান্নান, আব্দুল মান্নান, মেদু মিয়া, লাল মিয়ার পুত্র শাহজাহান, মৃত চেরাগ আলীর স্ত্রী মায়ারুন নেছা ও হান্নান মিয়ার স্ত্রী আয়েশা বেগম।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল বুধবার বাড়ির সীমানায় ট্যাংকি নির্মাণকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের সাথে দ্বন্দ্ব তৈরি হয় মৃত নাজির হোসেনের পরিবারের।

এ সময় ধস্তাধস্তি ও হাতাহাতি হলে নাজির হোসেন বুকে ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন। তাকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানান তিনি মৃত্যুবরণ করেছেন। নিহত নাজির ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ভেলকুনা গ্রামের মৃত মকরম আলীর পুত্র।