০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর ট‍্যাংকে করে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১২:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 50

সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা। বুধবার (১৬ জুলাই) বিকেলে দলটির কয়েকজন নেতাকে সেনাবাহিনীর এপিসিতে উঠতে দেখা যায়।

এনসিপি নেতাদের মধ্যে রয়েছে, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেন।

এর আগে, বুধবার দুপুরে সমাবেশ শেষে ফেরার পথে চৌরঙ্গী মোড়ে এনসিপি নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন।

এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

সেনাবাহিনীর ট‍্যাংকে করে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা

আপডেট সময়: ১২:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা। বুধবার (১৬ জুলাই) বিকেলে দলটির কয়েকজন নেতাকে সেনাবাহিনীর এপিসিতে উঠতে দেখা যায়।

এনসিপি নেতাদের মধ্যে রয়েছে, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেন।

এর আগে, বুধবার দুপুরে সমাবেশ শেষে ফেরার পথে চৌরঙ্গী মোড়ে এনসিপি নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন।

এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।