
সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার পিঠাইটিকর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ উজ্জ্বল মিয়া (৪০) পিঠাইটিকর গ্রামের মৃত মোঃ পাখি মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তার বাড়ি থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান, আটককৃত উজ্জ্বলের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৮০০ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইলও জব্দ করা হয়েছে।
ওসি মনিরুজ্জামান খান বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।” এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ এবং পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে, যা মাদক প্রতিরোধে সরকারের কঠোর মনোভাবের প্রতিফলন।