
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ-
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচন-২০২৫ এর জন্য নির্বাচন কমিশন পুনঃ তফসিল ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সকল সদস্য, প্রার্থী ও ভোটারদের অবগতির জন্য এই তফসিল প্রকাশ করা হয়েছে।
নির্বাচন প্রক্রিয়ার সকল ধাপ ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
ঘোষিত পুনঃ তফসিল অনুযায়ী সময়সূচি নিম্নরূপ:
🔸 মনোনয়ন পত্র বিতরণ:
• ০৭ আগস্ট (বৃহস্পতিবার): সকাল ১১টা হতে দুপুর ৩টা পর্যন্ত
• ০৮ আগস্ট (শুক্রবার): বেলা ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত
🔸 মনোনয়ন পত্র জমাদান:
• ০৯ ও ১০ আগস্ট (শনিবার ও রবিবার): বেলা ১১টা হতে ৩টা পর্যন্ত
🔸 মনোনয়ন পত্র বাছাই:
• ১১ আগস্ট (সোমবার)
🔸 প্রার্থী তালিকা প্রকাশ:
• ১২ আগস্ট (মঙ্গলবার): দুপুর ১২টায়
🔸 প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ:
• ১৩ আগস্ট (বুধবার): দুপুর ১২টা হতে বিকাল ৩টা পর্যন্ত
🔸 প্রতীক বরাদ্দ:
• ১৪ আগস্ট (বৃহস্পতিবার): বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত
🔸 ভোট গ্রহণ:
• ২৫ আগস্ট (সোমবার): সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে
উল্লেখযোগ্য: নির্বাচন কমিশন সময়সূচিতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
বণিক সমিতির এ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।