কর্মসূচিতে দলের ছাত্র, যুব, শ্রমিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল নেতাকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির মাধ্যমে নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবি জানানো হবে।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাপা) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হন।
সবশেষ খবরে জানা গেছে, নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।