০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটকে বিদায় বললেন প্রতিদিন ১০০-১৫০ ছক্কা মারা পাকিস্তানি ব্যাটার

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১২:১৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 28

২০২২ এশিয়া কাপের আগে পাকিস্তানের ব্যাটার আসিফ আলী হৈচৈ ফেলে দিয়েছিলেন রীতিমতো। বলেছিলেন, প্রতিদিন নাকি ১০০-১৫০ ছক্কা হাঁকান তিনি। সেই আসিফ আলী এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন।

সোমবার এক পোস্টে তিনি পাকিস্তান জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। অবসর ঘোষণার সময় আসিফ এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের জার্সি পরা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং দেশের হয়ে মাঠে নামা ছিল আমার সবচেয়ে গর্বের অধ্যায়।’

তিনি আরও লিখেছেন, ‘আমার পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা, যারা আনন্দের মুহূর্তে আমার সঙ্গে ছিলেন এবং দুঃসময়েও শক্তি দিয়েছেন। বিশ্বকাপ চলাকালীন প্রিয় কন্যার মৃত্যু সহ কঠিন সময়েও তাদের সাহস আমাকে সামনে এগিয়ে নিয়েছে।’

৩৩ বছর বয়সী এই ব্যাটার মোট ৭৯টি সাদা বলের ম্যাচ খেলেছেন। তার মধ্যে টি-টোয়েন্টি আছে ৫৮টি ও ওয়ানডে ২১টি। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ২০২১ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে ২৫ রানের ইনিংস, যা দলের জয়ে বড় ভূমিকা রেখেছিল।

তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। টি-টোয়েন্টিতে তিনি মোট ৫৭৭ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেছিলেন ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। একদিনের ক্রিকেটে তার সংগ্রহ ৩৮২ রান। এর মধ্যে ২১টি ছয় ও ২২টি চার রয়েছে। তার শেষ ওয়ানডে ছিল ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সে বছর টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের আগে তিনি তোলপাড় ফেলে দিয়েছিলেন। পিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যেখানে ব্যাট করি, সেখানে সাধারণত ওভারপ্রতি ১০ রান করে তুলতে হয়। এজন্য দরকার পাওয়ার হিটিং। প্রচুর অনুশীলন করতে হয় এজন্য। আমি সাধারণত প্রতিদিন ১০০ থেকে ১৫০ ছক্কা হাঁকানোর অনুশীলন করি, যেন ম্যাচে অন্তত ৪-৫টা ছক্কা মারতে পারি।’

সে সাক্ষাৎকারের পর অবশ্য আসিফের ক্যারিয়ার আর খুব বেশি এগোয়নি। বছর ঘোরার আগেই তিনি ঝরে পড়েন জাতীয় দল থেকে।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

ক্রিকেটকে বিদায় বললেন প্রতিদিন ১০০-১৫০ ছক্কা মারা পাকিস্তানি ব্যাটার

আপডেট সময়: ১২:১৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

২০২২ এশিয়া কাপের আগে পাকিস্তানের ব্যাটার আসিফ আলী হৈচৈ ফেলে দিয়েছিলেন রীতিমতো। বলেছিলেন, প্রতিদিন নাকি ১০০-১৫০ ছক্কা হাঁকান তিনি। সেই আসিফ আলী এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন।

সোমবার এক পোস্টে তিনি পাকিস্তান জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। অবসর ঘোষণার সময় আসিফ এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের জার্সি পরা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং দেশের হয়ে মাঠে নামা ছিল আমার সবচেয়ে গর্বের অধ্যায়।’

তিনি আরও লিখেছেন, ‘আমার পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা, যারা আনন্দের মুহূর্তে আমার সঙ্গে ছিলেন এবং দুঃসময়েও শক্তি দিয়েছেন। বিশ্বকাপ চলাকালীন প্রিয় কন্যার মৃত্যু সহ কঠিন সময়েও তাদের সাহস আমাকে সামনে এগিয়ে নিয়েছে।’

৩৩ বছর বয়সী এই ব্যাটার মোট ৭৯টি সাদা বলের ম্যাচ খেলেছেন। তার মধ্যে টি-টোয়েন্টি আছে ৫৮টি ও ওয়ানডে ২১টি। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ২০২১ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে ২৫ রানের ইনিংস, যা দলের জয়ে বড় ভূমিকা রেখেছিল।

তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। টি-টোয়েন্টিতে তিনি মোট ৫৭৭ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেছিলেন ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। একদিনের ক্রিকেটে তার সংগ্রহ ৩৮২ রান। এর মধ্যে ২১টি ছয় ও ২২টি চার রয়েছে। তার শেষ ওয়ানডে ছিল ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সে বছর টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের আগে তিনি তোলপাড় ফেলে দিয়েছিলেন। পিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যেখানে ব্যাট করি, সেখানে সাধারণত ওভারপ্রতি ১০ রান করে তুলতে হয়। এজন্য দরকার পাওয়ার হিটিং। প্রচুর অনুশীলন করতে হয় এজন্য। আমি সাধারণত প্রতিদিন ১০০ থেকে ১৫০ ছক্কা হাঁকানোর অনুশীলন করি, যেন ম্যাচে অন্তত ৪-৫টা ছক্কা মারতে পারি।’

সে সাক্ষাৎকারের পর অবশ্য আসিফের ক্যারিয়ার আর খুব বেশি এগোয়নি। বছর ঘোরার আগেই তিনি ঝরে পড়েন জাতীয় দল থেকে।