১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল র‌্যালি অনুষ্ঠিত

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৩:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 50

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফেঞ্চুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ইসলামী পতাকা নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ প্রচারের আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু উৎসবের দিন নয়, বরং তাঁর আদর্শ ও জীবনদর্শন অনুসরণের প্রতিশ্রুতি নবায়নের দিন। ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

র‌্যালির মধ্য দিয়ে ফেঞ্চুগঞ্জে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্যপূর্ণ উদযাপন নতুন মাত্রা পায়।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

পরিণীতি চোপড়া করপোরেট দুনিয়ার আইকন থেকে রূপালী পর্দার রানি

ফেঞ্চুগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল র‌্যালি অনুষ্ঠিত

আপডেট সময়: ০৩:০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফেঞ্চুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ইসলামী পতাকা নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ প্রচারের আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু উৎসবের দিন নয়, বরং তাঁর আদর্শ ও জীবনদর্শন অনুসরণের প্রতিশ্রুতি নবায়নের দিন। ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

র‌্যালির মধ্য দিয়ে ফেঞ্চুগঞ্জে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্যপূর্ণ উদযাপন নতুন মাত্রা পায়।