
ফেঞ্চুগঞ্জ, ১১ সেপ্টেম্বর ২০২৫: অসহায় ও ব্রেন টিউমারে আক্রান্ত এক মহিলার চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপ। তাদের পক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকার নগদ চেকপ্রদান করা হয়। এ উপলক্ষে ফেঞ্চুগঞ্জে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়, যা পুরো এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মাজহারুল ইসলাম রাসেল। সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব রাজু আহমেদ রাজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব সৈয়দ নুরুজ্জামান। তিনি বলেন, “মানবিক সেবাই সবচেয়ে বড় কাজ। হৃদয়ে ফেঞ্চুগঞ্জ গ্রুপের এ মহৎ উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রতকরবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মাঃ হারুনুর রশিদ, হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উপদেষ্টা জনাব সফিকুর রহমান, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সাবেক দপ্তর সম্পাদক জনাব কামাল আহমেদ, হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সদস্য জনাব সামাদ হুসেন রুমেল।
তারা সকলেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে অসুস্থ মহিলার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি অতিথিরা হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের এই কার্যক্রমকে অনুকরণীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতি জনাব রাজু আহমেদ রাজা তার বক্তব্যে বলেন,
“অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই আমাদের উদ্যোগ সার্থক হবে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় মানুষ এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং গ্রুপটির কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আশ্বাস দিয়েছেন।