সিলেটের ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুশিয়ারা রেলসেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সেলিম ওরফে কলা মাস্তান (৩৮)। তিনি উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা।
ফেঞ্চুগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সেলিমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, আটককৃত সেলিমের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করে শনিবার (১৮ অক্টোবর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও বলেন, “মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর থাকবে।”