জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার রাতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্ল্যাহ উপজেলার বিভিন্ন এতিমখানার শিশু, হাসপাতালের রোগী এবং দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তার কম্বল বিতরণ করেছেন। এসময় সহকারি কমিশনার ভূমি মো. মহসীন উদ্দিন উপস্থিত ছিলেন। ইউএনও বরকত উল্ল্যাহ জানান, অসহায় মানুষের শীতের কষ্ঠ কিছুটা লাগব করতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ হতে প্রাপ্ত কম্বল রাতে ঘুরে ঘুরে বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।