“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আকাবা সমাজ কল্যাণ পরিষদ। এরই ধারাবাহিকতায় সংগঠনের উদ্যোগে এবং আকাবার সম্মানিত উপদেষ্টাদের পক্ষ থেকে আজ স্থানীয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণের জন্য লেপ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেলিম আহমদ জুবেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব আবদুল লতিফ স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাবা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা জনাব কবির আহমদ, উপদেষ্টা ও নবনির্বাচিত সহ-সভাপতি (ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি) জনাব সাজু আহমেদ খান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা জনাব সুফিয়ান আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচির সফলতা কামনা করেন। বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।