ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্ডিপ্রসাদ স্কুল মাঠে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত শোক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালেক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ পাটোয়ারী রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন মইন, সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, সহ-সভাপতি সাদিকুর রহমান টিপু, ফখরুল ইসলাম পাপলু, এনায়েত হোসেন রুহেল, সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিন, চেয়ারম্যান আবজাল হোসাইন, রাজু চৌধুরী, জহিরুল ইসলাম তানিম, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহিন আহমদ, জাহাঙ্গীর হোসেন, মেহেদী হাসান রফিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।