
বর্তমানে বলিউডপাড়ায় একটাই আলোচনা, আর তা হলো সাইফ আলী খানের ওপর ছুরি হামলা। সাইফ শুধু অভিনেতা-ই নন, পাতৌদি রাজপরিবারের একজন সদস্যও। এমন একজন হাইপ্রোফাইল ব্যক্তির বাড়িতে কীভাবে এক দুর্বৃত্ত ঢুকে পড়লো, কীভাবে নিরাপত্তার চাদরে ঢাকা বান্দ্রা এলাকায় এমন ঘটনা ঘটলো তা নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সাইফের আগেও পাতৌদি পরিবারের আরেক সদস্য দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন। ২০১১ সালে সাইফের বোন ও অভিনেত্রী সোহা আলী খানের বাড়িতে চুরির জন্য প্রবেশের চেষ্টা চালিয়েছিল এক দুর্বৃত্ত। তবে সে যাত্রায় স্বামী কোনাল খেমুর সাহসীকতায় রক্ষা পান সাইফের বোন।
এক প্রতিবেদনে পিংক ভিলা জানিয়েছে, ২০১১ সালের ফেব্রুয়ারিতে কুনালের একটি সিনেমা দেখে দুজন সোহার অ্যাপার্টমেন্টে যায়। দ্বিতীয়তলায় অবস্থিত সেই ফ্ল্যাটে রাতের খাবার শেষে তারা কথা বলছিল। এমন সময় বারান্দা থেকে তারা একটি শব্দ শুনতে পান।
অদ্ভুত শব্দে বারান্দায় ছুটে যান কুনাল। এ সময় তিনি দেখেন কেউ একজন বারান্দা দিয়ে তাদের ফ্ল্যাটে প্রবেশ করার চেষ্টায় রয়েছে। কুনালকে দেখে ওই ব্যক্তি লাফ দিয়ে নিচে পড়ে যায়। এই সুযোগে কোনাল সিঁড়ি দিয়ে নেমে ওই ব্যক্তিকে ধরার প্রচেষ্টা চালায় ও সক্ষম হয়।
পরবর্তীতে তদন্ত করে দেখা যায়, ওই ব্যক্তি পূর্বে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল।
প্রসঙ্গত, সাইফের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতারের পর পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
Like this:
Like Loading...