০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

একের পর এক তরুণী নিখোঁজ, ভালো মানুষের মুখোশে অপরাধী

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৭:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • 95

ফাহাদ ফাসিলকে কেন যে এই সিনেমায় নেওয়া হয়েছিল, কে জানে! পোস্টার আর প্রচারে তাঁর নাম বড় করে নেওয়া হলেও ছবিতে তিনি আদতে ‘অতিথি’। তাঁর চরিত্রটি তদন্তকারী পুলিশ কর্মকর্তার। সেটার দৈর্ঘ্য অনায়াসে আরও বাড়ানো যেত, পুলিশি তদন্তে আরও বিস্তারিতভাবে দেখানো যেত। সেটা না করে পরিচালক বরং ফাহাদ ফাসিলের মতো তারকাকে অপচয়ই করেছেন বলা যায়। তবে এটুকু শুনে সিনেমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন না, ফাহাদ ফাসিলকে ‘অতিথি চরিত্র’ দিলেও সিনেমা হিসেবে তত খারাপ না ‘বোগেনভিলা’।


একনজরে
সিনেমা: ‘বোগেনভিলা’
পরিচালক: অমল নীরদ
অভিনয়: কনচাকো বোবান, জ্যোতির্ময়ী, ফাহাদ ফাসিল
দৈর্ঘ্য: ১৪৪ মিনিট
স্ট্রিমিং: সনি লিভ

কয়েক বছর ধরেই আলোচনায় মালয়ালম সিনেমা। বিশেষ করে এই ইন্ডাস্ট্রির থ্রিলার চমকে দিয়েছে দর্শককে। গত বছর মুক্তি পাওয়া অমল নীরদের সিনেমা ‘বোগেনভিলা’ নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশেও। গত ১৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে ভালো ব্যবসা করে, পায় সমালোচকদের প্রশংসায়। গত ১৩ ডিসেম্বর মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে, এর পর থেকেই অনেক দেশি দর্শক কথা বলেছেন ‘বোগানভিলা’ নিয়ে।

সিনেমার গল্প এক দম্পতিকে নিয়ে। আট বছর আগে রয়েস (কনচাকো বোবান) আর ঋতু (জ্যোতির্ময়ী) দম্পতি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়। রয়েস পুরোপুরি সেরে ওঠে, ঋতুকে নিয়ে হয় ঝামেলা। সে এখন আর কিছুই মনে রাখতে পারে না। কিছুক্ষণ আগের স্মৃতিও ভুলে যায়। কাজ চালিয়ে নিতে লিখে খাতায় নোট করে রাখে। এদিকে শহর থেকে পরপর কয়েকজন তরুণী লাপাত্তা হতে থাকে, সবাই পর্যটক।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক নিরুদ্দেশ পর্যটকের হোটেলের সামনে ছিল ঋতু! সেখানে কী কাজ তার? তদন্তে নামে এসিপি ডেভিড কোশি (ফাহাদ ফাসিল)। কিন্তু ঋতু যে কিছুই মনে করতে পারে না! মোটাদাগে এই হলো সিনেমার গল্প। এবার পুলিশ কী আদৌ রহস্যভেদ করতে পারবে? নিখোঁজ তরুণীদের সঙ্গে ঋতুর কি কোনো যোগাযোগ আছে? জানতে হলে দেখতে হবে ১৪৪ মিনিটের এই সিনেমা।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

একের পর এক তরুণী নিখোঁজ, ভালো মানুষের মুখোশে অপরাধী

আপডেট সময়: ০৭:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

ফাহাদ ফাসিলকে কেন যে এই সিনেমায় নেওয়া হয়েছিল, কে জানে! পোস্টার আর প্রচারে তাঁর নাম বড় করে নেওয়া হলেও ছবিতে তিনি আদতে ‘অতিথি’। তাঁর চরিত্রটি তদন্তকারী পুলিশ কর্মকর্তার। সেটার দৈর্ঘ্য অনায়াসে আরও বাড়ানো যেত, পুলিশি তদন্তে আরও বিস্তারিতভাবে দেখানো যেত। সেটা না করে পরিচালক বরং ফাহাদ ফাসিলের মতো তারকাকে অপচয়ই করেছেন বলা যায়। তবে এটুকু শুনে সিনেমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন না, ফাহাদ ফাসিলকে ‘অতিথি চরিত্র’ দিলেও সিনেমা হিসেবে তত খারাপ না ‘বোগেনভিলা’।


একনজরে
সিনেমা: ‘বোগেনভিলা’
পরিচালক: অমল নীরদ
অভিনয়: কনচাকো বোবান, জ্যোতির্ময়ী, ফাহাদ ফাসিল
দৈর্ঘ্য: ১৪৪ মিনিট
স্ট্রিমিং: সনি লিভ

কয়েক বছর ধরেই আলোচনায় মালয়ালম সিনেমা। বিশেষ করে এই ইন্ডাস্ট্রির থ্রিলার চমকে দিয়েছে দর্শককে। গত বছর মুক্তি পাওয়া অমল নীরদের সিনেমা ‘বোগেনভিলা’ নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশেও। গত ১৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে ভালো ব্যবসা করে, পায় সমালোচকদের প্রশংসায়। গত ১৩ ডিসেম্বর মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে, এর পর থেকেই অনেক দেশি দর্শক কথা বলেছেন ‘বোগানভিলা’ নিয়ে।

সিনেমার গল্প এক দম্পতিকে নিয়ে। আট বছর আগে রয়েস (কনচাকো বোবান) আর ঋতু (জ্যোতির্ময়ী) দম্পতি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়। রয়েস পুরোপুরি সেরে ওঠে, ঋতুকে নিয়ে হয় ঝামেলা। সে এখন আর কিছুই মনে রাখতে পারে না। কিছুক্ষণ আগের স্মৃতিও ভুলে যায়। কাজ চালিয়ে নিতে লিখে খাতায় নোট করে রাখে। এদিকে শহর থেকে পরপর কয়েকজন তরুণী লাপাত্তা হতে থাকে, সবাই পর্যটক।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক নিরুদ্দেশ পর্যটকের হোটেলের সামনে ছিল ঋতু! সেখানে কী কাজ তার? তদন্তে নামে এসিপি ডেভিড কোশি (ফাহাদ ফাসিল)। কিন্তু ঋতু যে কিছুই মনে করতে পারে না! মোটাদাগে এই হলো সিনেমার গল্প। এবার পুলিশ কী আদৌ রহস্যভেদ করতে পারবে? নিখোঁজ তরুণীদের সঙ্গে ঋতুর কি কোনো যোগাযোগ আছে? জানতে হলে দেখতে হবে ১৪৪ মিনিটের এই সিনেমা।