০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘অপারেশন ডেভিল হান্ট’ সিলেটে আ.লীগের আরও ৯জন নেতা কর্মী গ্রেফতার

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১১:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • 71

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযানে সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরীর কাজলশাহ ব্লক ডি-এর ৮৮ নং বাসার মৃত ইছল মিয়ার ছেলে ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী (৬২), একই বাসার আব্দুল হকের ছেলে ও ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ছড়ারপার এলাকার ৭৬ নং বাসার মৃত আব্দুল মুকিতের ছেলে ও ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), রায়নগর দর্জিপাড়া বসুধারার ৮৭ নং বাসার মৃত মুহিবুর রহমানের ছেলে ও ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), পশ্চিম পীরমহল্লার ১৪১ নং বাসার মিয়াধন খানের ছেলে ও ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসেম খান, শাহপরাণ থানাধীন মেজরটিলার জাহানপুর আবাসিক এলাকার মৃত আয়ান উদ্দিনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ নং ওয়ার্ড শাখার সদস্য ইয়ামিন আহমদ (২৪), সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের মৃত মুক্তার আলীর ছেলে ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আফরোজ (৬০), দক্ষিণ সুরমার বড়ইকান্দি ১নং রোড এলাকার মো.লিলু মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহেদ আহম্মদ (৪২), ও এয়ারপোর্ট থানাধীন পিরের গাঁও এলাকার বামোদ পীরের ছেলে নাজিম উদ্দিন সবুজ (২৫)।

গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এরআগে রোববার (৯ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে  ৫জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

 

Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

‘অপারেশন ডেভিল হান্ট’ সিলেটে আ.লীগের আরও ৯জন নেতা কর্মী গ্রেফতার

আপডেট সময়: ১১:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযানে সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরীর কাজলশাহ ব্লক ডি-এর ৮৮ নং বাসার মৃত ইছল মিয়ার ছেলে ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী (৬২), একই বাসার আব্দুল হকের ছেলে ও ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ছড়ারপার এলাকার ৭৬ নং বাসার মৃত আব্দুল মুকিতের ছেলে ও ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), রায়নগর দর্জিপাড়া বসুধারার ৮৭ নং বাসার মৃত মুহিবুর রহমানের ছেলে ও ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), পশ্চিম পীরমহল্লার ১৪১ নং বাসার মিয়াধন খানের ছেলে ও ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসেম খান, শাহপরাণ থানাধীন মেজরটিলার জাহানপুর আবাসিক এলাকার মৃত আয়ান উদ্দিনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ নং ওয়ার্ড শাখার সদস্য ইয়ামিন আহমদ (২৪), সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের মৃত মুক্তার আলীর ছেলে ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আফরোজ (৬০), দক্ষিণ সুরমার বড়ইকান্দি ১নং রোড এলাকার মো.লিলু মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহেদ আহম্মদ (৪২), ও এয়ারপোর্ট থানাধীন পিরের গাঁও এলাকার বামোদ পীরের ছেলে নাজিম উদ্দিন সবুজ (২৫)।

গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এরআগে রোববার (৯ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে  ৫জনকে গ্রেফতার করেছিল পুলিশ।