
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের অবদান কখনোই ভুলে যাওয়ার নয়।
এদিনে সবাইকে একত্রিত হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার শপথ নিতে দেখা যায়। সংগঠনের নেতারা ভাষার অধিকার ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্ব তুলে ধরেন।