০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতিতে প্রকৃত ব্যবসায়ীদের সদস্যপদ বাতিলের অভিযোগ, নির্বাচন স্থগিত

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১০:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • 49

সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতিতে প্রকৃত ব্যবসায়ীদের সদস্যপদ বাতিল, অব্যবসায়ীদের সদস্যপদ দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

রবিবার (২৭ এপ্রিল) ভুক্তভোগী দুই শতাধিক ব্যবসায়ীর স্বাক্ষরিত ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এসব অভিযোগ তুলে নির্বাচন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনার জন্য বিগত কিছুদিন পূর্বে সাধারণ সভার মাধ্যমে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আমরা তাৎক্ষনিক আপত্তি উপস্থাপন করলেও আমাদের কথা অগ্রাহ্য করে কমিটি গঠন করা হয়। বিগত নির্বাচনে ভোটার তালিকায় প্রায় ২০০০ (দুই হাজার) ভোটার ছিল। বর্তমানে ফেঞ্চুগঞ্জ বাজারের প্রায় অর্ধেক ভোটার বাদ দিয়ে বিগত কমিটি তাদের মনমত মাত্র ১০০০ (এক হাজার) ভোটার দিয়ে তালিকা প্রণয়ন করে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে যা মোটেই গ্রহণযোগ্য নয়।

আরও উল্লেখ করা হয়, বণিক সমিতির নির্বাচিত কমিটির মেয়াদ শেষে সাধারণ সভা দ্বারা গঠিত নির্বাচন পরিচালনা কমিটি ভোটার তালিকা হালনাগাদ করত: নির্বাচনের জন্য কমিশন গঠন করে উক্ত পরিষদকে নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান করবেন। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি ভোটার তালিকা হালনাগাদ না করে পূর্ববর্তী কমিটির দ্বারা প্রস্তুতকৃত ভোটার তালিকা দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন। এতে আমরা নিম্নস্বাক্ষরকারীগণ সহ অনেক ব্যবসায়ী ভোটার তালিকা থেকে বাদ পড়েছি। তাই হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন করার ব্যবস্থা করা আবশ্যক।

তাঁদের ভোটাধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে জানতে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতিতে প্রকৃত ব্যবসায়ীদের সদস্যপদ বাতিলের অভিযোগ, নির্বাচন স্থগিত

আপডেট সময়: ১০:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতিতে প্রকৃত ব্যবসায়ীদের সদস্যপদ বাতিল, অব্যবসায়ীদের সদস্যপদ দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

রবিবার (২৭ এপ্রিল) ভুক্তভোগী দুই শতাধিক ব্যবসায়ীর স্বাক্ষরিত ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এসব অভিযোগ তুলে নির্বাচন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনার জন্য বিগত কিছুদিন পূর্বে সাধারণ সভার মাধ্যমে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আমরা তাৎক্ষনিক আপত্তি উপস্থাপন করলেও আমাদের কথা অগ্রাহ্য করে কমিটি গঠন করা হয়। বিগত নির্বাচনে ভোটার তালিকায় প্রায় ২০০০ (দুই হাজার) ভোটার ছিল। বর্তমানে ফেঞ্চুগঞ্জ বাজারের প্রায় অর্ধেক ভোটার বাদ দিয়ে বিগত কমিটি তাদের মনমত মাত্র ১০০০ (এক হাজার) ভোটার দিয়ে তালিকা প্রণয়ন করে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে যা মোটেই গ্রহণযোগ্য নয়।

আরও উল্লেখ করা হয়, বণিক সমিতির নির্বাচিত কমিটির মেয়াদ শেষে সাধারণ সভা দ্বারা গঠিত নির্বাচন পরিচালনা কমিটি ভোটার তালিকা হালনাগাদ করত: নির্বাচনের জন্য কমিশন গঠন করে উক্ত পরিষদকে নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান করবেন। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি ভোটার তালিকা হালনাগাদ না করে পূর্ববর্তী কমিটির দ্বারা প্রস্তুতকৃত ভোটার তালিকা দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন। এতে আমরা নিম্নস্বাক্ষরকারীগণ সহ অনেক ব্যবসায়ী ভোটার তালিকা থেকে বাদ পড়েছি। তাই হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন করার ব্যবস্থা করা আবশ্যক।

তাঁদের ভোটাধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে জানতে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।