০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচনে সভাপতি পদে রাজু আহমেদ রাজা, প্রতীক মোটরসাইকেল

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 42

 

ফেঞ্চুগঞ্জ (সিলেট), ১৪ আগস্ট:

আগামী ২৫ আগস্ট ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজু আহমেদ রাজা। তিনি নির্বাচন কমিশন থেকে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

নির্বাচনটি অনুষ্ঠিত হবে ফরিদা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। নির্বাচনকে কেন্দ্র করে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন রাজু আহমেদ রাজা।

প্রার্থী রাজু আহমেদ রাজা বলেন, “বণিক সমাজের সার্বিক উন্নয়ন, ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক নেতৃত্ব প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য। আমি চাই ব্যবসায়ীরা যেন তাদের অধিকার নিয়ে ব্যবসা করতে পারেন এবং সমিতি হয়ে উঠুক সবার ভরসার জায়গা।”

তিনি আরও জানান, তিনি নির্বাচিত হলে ফেঞ্চুগঞ্জ বাজারের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদারকরণ, ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধান ও সমিতিকে আধুনিকভাবে পরিচালনার উদ্যোগ গ্রহণ করবেন।

নির্বাচনে অন্যান্য প্রার্থীরাও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচনে সভাপতি পদে রাজু আহমেদ রাজা, প্রতীক মোটরসাইকেল

আপডেট সময়: ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

 

ফেঞ্চুগঞ্জ (সিলেট), ১৪ আগস্ট:

আগামী ২৫ আগস্ট ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজু আহমেদ রাজা। তিনি নির্বাচন কমিশন থেকে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

নির্বাচনটি অনুষ্ঠিত হবে ফরিদা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। নির্বাচনকে কেন্দ্র করে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন রাজু আহমেদ রাজা।

প্রার্থী রাজু আহমেদ রাজা বলেন, “বণিক সমাজের সার্বিক উন্নয়ন, ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক নেতৃত্ব প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য। আমি চাই ব্যবসায়ীরা যেন তাদের অধিকার নিয়ে ব্যবসা করতে পারেন এবং সমিতি হয়ে উঠুক সবার ভরসার জায়গা।”

তিনি আরও জানান, তিনি নির্বাচিত হলে ফেঞ্চুগঞ্জ বাজারের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদারকরণ, ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধান ও সমিতিকে আধুনিকভাবে পরিচালনার উদ্যোগ গ্রহণ করবেন।

নির্বাচনে অন্যান্য প্রার্থীরাও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।