
ফেঞ্চুগঞ্জ (বিশেষ প্রতিনিধি):
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচন ২০২৫ ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো বাজার ও আশপাশের এলাকাজুড়ে। আগামী ২৫ আগস্ট (সোমবার) ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন। বাজারের নেতৃত্বে আসতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন একঝাঁক পরিচিত ও নতুন মুখ।
নির্বাচনী ময়দানে ইতোমধ্যে শুরু হয়েছে জমজমাট প্রচারণা। প্রতীক নিয়ে মাইকিং, পথসভা, লিফলেট বিতরণসহ নানা প্রচারণায় সরব প্রার্থীরা। ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই
সভাপতি পদে এবার প্রার্থী হয়েছেন দুই পরিচিত মুখ:
রাজু আহমদ রাজা – মোটরসাইকেল প্রতীক এবং ইকবাল আহমদ খান – আনারস প্রতীক
রাজু আহমদ রাজা বলেন, “বাজারের ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায় ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমি এগিয়ে এসেছি।উন্নয়ন ও ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবো।”
অপরদিকে, ইকবাল আহমদ খান জানান, “আমি অতীতে ব্যবসায়ীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আনারসপ্রতীকে ভোট দিয়ে সবাইকে উন্নয়নের সঙ্গী হতে আহ্বান জানাচ্ছি।”
সাধারণ সম্পাদক পদে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা
উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল – ঘোড়া প্রতীক এবং মোঃ বদরুজ্জামান তানভীর – হরিণ প্রতীক
তানভীর বলেন, “সাধারণ সম্পাদক পদ শুধু একটি পদ নয়, এটি ব্যবসায়ীদের সেবা করার মাধ্যম। সৎ ও সৃজনশীল নেতৃত্বপ্রতিষ্ঠাই আমার লক্ষ্য।”
সহ-সভাপতি পদে ছয়জন মুখোমুখি
এই পদে রয়েছেন জনপ্রিয় ও অভিজ্ঞ ছয়জন প্রার্থী:
• সৈয়দ জেবুল আহমদ – উড়োজাহাজ প্রতীক
• মোহাম্মদ সুমেল মিয়া – টেবিল ফ্যান প্রতীক
• সাজু আহমদ খান – রেলগাড়ি প্রতীক
• আব্দুল বাছিত সুজন – টেবিল প্রতীক
• শেখ ওয়েছ আহমদ মিন্টু – দোয়াত-কলম প্রতীক
• মোঃ লুৎফুর রহমান – কলস প্রতীক
ব্যবসায়ীদের একজন বলেন, “সহ–সভাপতি পদে যারা লড়ছেন, প্রত্যেকেই নিজ নিজ জায়গায় পরিচিত। এতেনির্বাচনের উত্তাপ আরও বেড়ে গেছে।”
সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বী
• গোলাম ছরওয়ার খান বাবু – সেলাই মেশিন প্রতীক
• মোঃ মাজহারুল ইসলাম রাসেল – কাপ-পিরিচ প্রতীক
• মোঃ মঞ্জিল আহমদ – তালা প্রতীক
দপ্তর সম্পাদক পদে তিনজন প্রার্থী
• কমল হাসান বাবর – হারমোনিয়াম প্রতীক
• হোসাইন হাবিব হোসেন – সিলিং ফ্যান প্রতীক
• সেলিম আহমদ – মোবাইল ফোন প্রতীক
অর্থ সম্পাদক পদে দুই প্রার্থী
• বিদ্যুৎ সাহা – সূর্যমুখী ফুল প্রতীক
• অপর একজন প্রার্থীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি
ভোটারদের প্রত্যাশা: স্বচ্ছ নির্বাচন ও কার্যকর নেতৃত্ব স্থানীয় ব্যবসায়ীরা জানান, “বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় একটি দক্ষ ও স্বচ্ছ নেতৃত্ব খুবই জরুরি। এবারের নির্বাচন থেকে আমরা সেই প্রত্যাশাই করছি।”
নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা প্রস্তুত। ভোটগ্রহণেকোনরকম বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃত্বের জন্য এবার মুখোমুখি হয়েছেন একাধিক প্রার্থী। কে হবেন নতুন নেতৃত্বের কারিগর—তা জানতে অপেক্ষা এখন ২৫ আগস্টের রায়ের।
ভোট দিন, সচেতন হোন, সঠিক নেতৃত্ব নির্বাচন করুন।
																			
																		
										
																প্রতিনিধি								 









