
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পদে “হরিণ” মার্কা নিয়ে প্রার্থী মো. বদরুজ্জামান তানভীর এবং “ঘোড়া” মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল। এই হতচক্কার নির্বাচনে প্রচারণা শেষ দিকে পৌঁছাতেই বাজার এলাকায় বিরাট উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ।
তানভীর (হরিণ মার্কা) এর প্রচারণার মূল উপজীব্য: তরুণ নেতৃত্বকে সমর্থন করার প্রতিশ্রুতি দিচ্ছেন: “নতুন প্রজন্মের নেতৃত্ব ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে বাজারকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তুলবে” । বাজারের আধুনিকায়ন, স্বচ্ছতা ও উন্নয়ন—এই তিনটি তার প্রচারণার মূল বক্তব্য ।
জুয়েল (ঘোড়া মার্কা) এর প্রচারণা ফোকাস: অভিজ্ঞতা ও পূর্বের সাফল্যকে সামনে রেখে ভোটারদের আস্থা অর্জন করার চেষ্টা করছেন: “অতীতে আমি যেভাবে ব্যবসায়ীদের পাশে থেকেছি, আগামী দিনগুলোতেও সেই ধারাবাহিকতা বজায় রাখব” ।
বাজারে নির্বাচনী উন্মাদনা: পোস্টার, লিফলেট, ব্যানার তে পরিপূর্ণভাবে ভরা বাজার — সরাসরি দোরে‑দোরে প্রচারণা চলছে, ভোটারদের সঙ্গে বৈঠক, মতবিনিময়, সমর্থন চাওয়া — সব কিছুই উৎসবমুখর পরিবেশে হচ্ছে ।