০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আলী ঢাকায় গ্রেফতার

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৮:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 32

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর জুনায়েদুল ইসলাম হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি মোহাম্মদ আলীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে আটককৃত মোহাম্মদ আলীকে সিলেট আদালতে সোপর্দ করেছে।

আটককৃত মোহাম্মদ আলী (৩২) বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের কলুমপুর গ্রামের আহাদ আলীর ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মোহাম্মদ আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরব পালানোর চেষ্টা করছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পূর্ব রিকুইজিশন থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পরদিন বুধবার ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ বিমানবন্দর থানা থেকে তাকে গ্রেফতার করে সিলেটের আদালতে প্রেরণ করে।

ওসি মনিরুজ্জামান খান আরও জানান, ২০২৪ সালের ৫ মার্চ সকাল ৮টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থানাধীন রুকুনপুর জামে মসজিদের সামনের রাস্তায় পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত আসামিরা বালাগঞ্জ থানার কলুমপুর গ্রামের জাহিদুল ইসলাম এবং তার ভাই জুনায়েদুল ইসলামকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এতে জুনায়েদুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। জাহিদুল ইসলাম দীর্ঘ চিকিৎসার পর পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন। এ ঘটনায় ৫ মার্চ ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

 

 

Tag :

Leave a Reply

পরিণীতি চোপড়া করপোরেট দুনিয়ার আইকন থেকে রূপালী পর্দার রানি

ফেঞ্চুগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আলী ঢাকায় গ্রেফতার

আপডেট সময়: ০৮:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর জুনায়েদুল ইসলাম হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি মোহাম্মদ আলীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে আটককৃত মোহাম্মদ আলীকে সিলেট আদালতে সোপর্দ করেছে।

আটককৃত মোহাম্মদ আলী (৩২) বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের কলুমপুর গ্রামের আহাদ আলীর ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মোহাম্মদ আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরব পালানোর চেষ্টা করছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পূর্ব রিকুইজিশন থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পরদিন বুধবার ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ বিমানবন্দর থানা থেকে তাকে গ্রেফতার করে সিলেটের আদালতে প্রেরণ করে।

ওসি মনিরুজ্জামান খান আরও জানান, ২০২৪ সালের ৫ মার্চ সকাল ৮টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থানাধীন রুকুনপুর জামে মসজিদের সামনের রাস্তায় পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত আসামিরা বালাগঞ্জ থানার কলুমপুর গ্রামের জাহিদুল ইসলাম এবং তার ভাই জুনায়েদুল ইসলামকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এতে জুনায়েদুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। জাহিদুল ইসলাম দীর্ঘ চিকিৎসার পর পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন। এ ঘটনায় ৫ মার্চ ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।