
সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির (জাপা) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাল্টা প্রবাসী সাবেক ছাত্রসমাজ নেতা জয়নুল আবেদীন জয়নাল। তিনি জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক লাঙ্গল নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবার রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর হোটেলে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির পক্ষ থেকে ২৪৩টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জয়নুল আবেদীন জয়নাল বলেন,দল আমার ওপর যে আস্থা রেখেছে , তার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। সিলেট-২ আসনের মানুষের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা আমি জানি। নির্বাচিত হলে বিশ্বনাথ ও ওসমানীনগরকে একটি পরিকল্পিত, আধুনিক ও প্রবাসীবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব।
তিনি আরও বলেন,আমি প্রবাসে থেকেও এলাকার মানুষের সুখ-দুঃখের পাশে থাকার চেষ্টা করেছি। এখন জাতীয় সংসদে গিয়ে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের বাস্তব উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য।
মনোনয়ন ঘোষণার পর বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকায় ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই একজন প্রবাসী ও শিক্ষিত নেতৃত্ব সংসদে গেলে এলাকার সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সহায়ক হবে বলে মনে করছেন।

জিতু আহমদ 









