
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের রাতের বাজারে ভোক্তাদের অধিকার রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন।
রাত্রিকালীন এ পরিদর্শনে ইউএনও বিভিন্ন মুদি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাস কাউন্টার ঘুরে দেখেন। এ সময় তিনি দোকানে মূল্যতালিকা টানানো আছে কি না, পণ্যের ওজন ও মান ঠিক আছে কি না, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে কিনা—এসব বিষয় সরেজমিনে যাচাই করেন। পাশাপাশি বাস কাউন্টারে টিকিটের অতিরিক্ত মূল্য আদায় হচ্ছে কি না তাও খতিয়ে দেখা হয়।
পরিদর্শনকালে ইউএনও বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে মতামত নেন এবং ব্যবসায়ীদের ন্যায্য ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করেন।
এ সময় কয়েকটি দোকানে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইউএনও তাছবীর হোসেন জানান, ভোক্তাদের হয়রানি বন্ধ করতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

প্রতিনিধি 









