০১:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়ার মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দের ও ইলিয়াসপত্নী লুনা’র শোক প্রকাশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। বেগম খালেদা জিয়ার মুত্যতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে এবং সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। বিএনপির পক্ষ থেকেও সাত দিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এদিকে দেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তাহসিনা রুশদী লুনার একান্ত সচিব ময়নুল হকের মাধ্যমে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
শোকাবার্তায় ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রশ্নে ছিলেন আপোষহীন, দেশের সকল সংকটে তিনি দেশবাসীর পাশে ছিলেন, শক্তি দিয়েছেন, আশার আলো জ্বালিয়েছেন। কিন্তু পৃথিবীর নিয়ম অনুযায়ী তাঁর যাত্রা এখানেই শেষ হলো। একজন প্রধানমন্ত্রী, একজন নেত্রী, একজন মা ও একজন দেশনেত্রী ও দেশের একজন অভিভাবক হিসেবে তিনি সব সময় আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন চিরকাল। তাঁর সাহসিকতা, নির্ভীক নেতৃত্ব ও মানুষের জন্য অটল ভালোবাসা বাংলাদেশের ইতিহাসে চিরজীবী হয়ে থাকবে। খালেদা জিয়ার মৃত্যু শুধু রাজনৈতিক দল বা সমর্থকদের জন্য নয়, এটি জাতির অপূরণীয় ক্ষতি। তাঁর বিদায়ে বাংলাদেশ হারালো এক অনন্য নেত্রীকে। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার, সন্তান ও শোকাহত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় শোক প্রকাশ করেন।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

রাণীশংকৈলে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বেগম জিয়ার মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দের ও ইলিয়াসপত্নী লুনা’র শোক প্রকাশ

আপডেট সময়: ০৬:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। বেগম খালেদা জিয়ার মুত্যতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে এবং সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। বিএনপির পক্ষ থেকেও সাত দিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এদিকে দেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তাহসিনা রুশদী লুনার একান্ত সচিব ময়নুল হকের মাধ্যমে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
শোকাবার্তায় ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রশ্নে ছিলেন আপোষহীন, দেশের সকল সংকটে তিনি দেশবাসীর পাশে ছিলেন, শক্তি দিয়েছেন, আশার আলো জ্বালিয়েছেন। কিন্তু পৃথিবীর নিয়ম অনুযায়ী তাঁর যাত্রা এখানেই শেষ হলো। একজন প্রধানমন্ত্রী, একজন নেত্রী, একজন মা ও একজন দেশনেত্রী ও দেশের একজন অভিভাবক হিসেবে তিনি সব সময় আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন চিরকাল। তাঁর সাহসিকতা, নির্ভীক নেতৃত্ব ও মানুষের জন্য অটল ভালোবাসা বাংলাদেশের ইতিহাসে চিরজীবী হয়ে থাকবে। খালেদা জিয়ার মৃত্যু শুধু রাজনৈতিক দল বা সমর্থকদের জন্য নয়, এটি জাতির অপূরণীয় ক্ষতি। তাঁর বিদায়ে বাংলাদেশ হারালো এক অনন্য নেত্রীকে। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার, সন্তান ও শোকাহত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় শোক প্রকাশ করেন।