১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস শেয়ার করা যাবে ফেসবুক-ইনস্টাগ্রামে

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • 110

এবার ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম ও ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করার সুযোগ দেবে প্লাটফর্মগুলোর মূল প্রতিষ্ঠান মেটা। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে আপ করা স্ট্যাটাস চাইলে নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি পোস্ট করা যাবে।

সংস্থাটির প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, নতুন ফিচার আসছে ইনস্টাগ্রামে। ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন।

তিনি বলেন, আপনারা এখন তিন মিনিট পর্যন্ত রিলস আপলোড করতে পারবেন। আগে ৯০ সেকেন্ড সময়সীমা দেওয়ার কারণ, আমরা সংক্ষিপ্ত ভিডিওর অভিজ্ঞতা উন্নত করতে চেয়েছিলাম। কিন্তু আমরা প্রতিক্রিয়া শুনেছি যে যারা দীর্ঘ গল্প শেয়ার করতে চান তাদের জন্য এটি খুবই ছোট। তাই সময়সীমা বাড়ানোর ফলে আরও গভীরভাবে গল্প বলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

এর ফলে আলাদা করে ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে নতুন স্ট্যাটাস পোস্ট করতে হবে না। যদিও স্বয়ংক্রিয় ভাবে তা শেয়ার হয়ে যাবে না। এজন্য ‘হু ক্যান সি মাই স্টেটাস’-এ গিয়ে আলাদা করে ফেসবুক স্টোরি ও ইনস্টাগ্রাম স্টোরি সিলেক্ট করতে হবে।

মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তারা হোয়াটসঅ্যাপকে অ্যাকাউন্ট সেন্টারে পরিবর্তিত করতে চায়। তবে সেক্ষেত্রেও চ্যাট ও কল আগের মতোই অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেডই থাকবে। তবে কবে থেকে এটি চালু হবে তা এখনও জানা যায়নি।

এছাড়াও মেটা একগুচ্ছ নতুন ফিচার নিয়ে কাজ করছে। যার মধ্যে অন্যতম ম্যানেজ অবতার, মেটা এআই স্টিকার ও ইমাজিন মি ক্রিয়েশমকে একজায়গায় নিয়ে আসা।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

পরিণীতি চোপড়া করপোরেট দুনিয়ার আইকন থেকে রূপালী পর্দার রানি

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস শেয়ার করা যাবে ফেসবুক-ইনস্টাগ্রামে

আপডেট সময়: ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

সংস্থাটির প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, নতুন ফিচার আসছে ইনস্টাগ্রামে। ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন।

তিনি বলেন, আপনারা এখন তিন মিনিট পর্যন্ত রিলস আপলোড করতে পারবেন। আগে ৯০ সেকেন্ড সময়সীমা দেওয়ার কারণ, আমরা সংক্ষিপ্ত ভিডিওর অভিজ্ঞতা উন্নত করতে চেয়েছিলাম। কিন্তু আমরা প্রতিক্রিয়া শুনেছি যে যারা দীর্ঘ গল্প শেয়ার করতে চান তাদের জন্য এটি খুবই ছোট। তাই সময়সীমা বাড়ানোর ফলে আরও গভীরভাবে গল্প বলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

এর ফলে আলাদা করে ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে নতুন স্ট্যাটাস পোস্ট করতে হবে না। যদিও স্বয়ংক্রিয় ভাবে তা শেয়ার হয়ে যাবে না। এজন্য ‘হু ক্যান সি মাই স্টেটাস’-এ গিয়ে আলাদা করে ফেসবুক স্টোরি ও ইনস্টাগ্রাম স্টোরি সিলেক্ট করতে হবে।

মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তারা হোয়াটসঅ্যাপকে অ্যাকাউন্ট সেন্টারে পরিবর্তিত করতে চায়। তবে সেক্ষেত্রেও চ্যাট ও কল আগের মতোই অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেডই থাকবে। তবে কবে থেকে এটি চালু হবে তা এখনও জানা যায়নি।

এছাড়াও মেটা একগুচ্ছ নতুন ফিচার নিয়ে কাজ করছে। যার মধ্যে অন্যতম ম্যানেজ অবতার, মেটা এআই স্টিকার ও ইমাজিন মি ক্রিয়েশমকে একজায়গায় নিয়ে আসা।