১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় পুত্রের মা হলেন প্রসূন আজাদ

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৯:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • 124

পুত্র সন্তানের মা হলেন লাক্স সুপারস্টার ও অভিনেত্রী প্রসূন আজাদ। এর আগে ২০২২ সালে পুত্র সন্তানের মা হয়েছিলেন তিনি।

প্রসূন জানান, আগামীকাল বুধবার হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেবেন।

দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে প্রসূন বলেন, ‘প্রথমবার তো অনেক এক্সসাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। সন্তানের মুখ দেখে কেঁদেছিলাম। এবার সেলফ রেসপেক্টটা বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি।’

২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এরপর থেকে মন দিয়ে সংসার করে যাচ্ছেন অভিনেত্রী।

প্রসূন ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ তাকে ‘পদ্মাপুরাণ’ সিনেমায় দেখা গেছে।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

পরিণীতি চোপড়া করপোরেট দুনিয়ার আইকন থেকে রূপালী পর্দার রানি

দ্বিতীয় পুত্রের মা হলেন প্রসূন আজাদ

আপডেট সময়: ০৯:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

পুত্র সন্তানের মা হলেন লাক্স সুপারস্টার ও অভিনেত্রী প্রসূন আজাদ। এর আগে ২০২২ সালে পুত্র সন্তানের মা হয়েছিলেন তিনি।

প্রসূন জানান, আগামীকাল বুধবার হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেবেন।

দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে প্রসূন বলেন, ‘প্রথমবার তো অনেক এক্সসাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। সন্তানের মুখ দেখে কেঁদেছিলাম। এবার সেলফ রেসপেক্টটা বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি।’

২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এরপর থেকে মন দিয়ে সংসার করে যাচ্ছেন অভিনেত্রী।

প্রসূন ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ তাকে ‘পদ্মাপুরাণ’ সিনেমায় দেখা গেছে।