০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্র ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঐকমত্যে পৌঁছানোর আশা প্রধান উপদেষ্টার

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১০:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • 91

জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে আশা করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনে জুলাই সনদ চূড়ান্তকরণ প্রসঙ্গে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপকালে এমনটি বলেছেন।

২৯ জানুয়ারি (বুধবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে একজন গণমাধ্যমকর্মী জানতে চাইলে তিনি এ কথা বলেন।

ডিসেম্বরের শেষ সপ্তাহে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থনপুষ্ট জাতীয় নাগরিক কমিটি ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে ঘোষণা দেয়।

পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার নিজেরাই জুলাই সনদ ঘোষণাপত্র তৈরির বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। পরবর্তী সময়ে ১৬ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় সংলাপের আয়োজন করে। বিভিন্ন দল তাদের মতামত ব্যক্ত করে।

অতঃপর জুলাই ঘোষণাপত্র প্রণয়নে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজনের মতামত আহ্বান করেছে সরকার।

সেখানে বলা হয়, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বরাবর চিঠি পাঠানো যাবে। রাজনৈতিক দলসহ সব অংশীজন চিঠিতে তাদের সুচিন্তিত অভিমত জানাতে পারবেন।

ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে আশা করছে সরকার।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

জুলাই ঘোষণাপত্র ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঐকমত্যে পৌঁছানোর আশা প্রধান উপদেষ্টার

আপডেট সময়: ১০:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে আশা করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনে জুলাই সনদ চূড়ান্তকরণ প্রসঙ্গে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপকালে এমনটি বলেছেন।

২৯ জানুয়ারি (বুধবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে একজন গণমাধ্যমকর্মী জানতে চাইলে তিনি এ কথা বলেন।

ডিসেম্বরের শেষ সপ্তাহে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থনপুষ্ট জাতীয় নাগরিক কমিটি ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে ঘোষণা দেয়।

পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার নিজেরাই জুলাই সনদ ঘোষণাপত্র তৈরির বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। পরবর্তী সময়ে ১৬ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় সংলাপের আয়োজন করে। বিভিন্ন দল তাদের মতামত ব্যক্ত করে।

অতঃপর জুলাই ঘোষণাপত্র প্রণয়নে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজনের মতামত আহ্বান করেছে সরকার।

সেখানে বলা হয়, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বরাবর চিঠি পাঠানো যাবে। রাজনৈতিক দলসহ সব অংশীজন চিঠিতে তাদের সুচিন্তিত অভিমত জানাতে পারবেন।

ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে আশা করছে সরকার।