
‘ডন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান জানান দেন যে, তিনি শুধু রোমান্টিক সিনেমা নয়, অ্যাকশনধর্মী সিনেমাতেও সেরা। ‘ডন’ ও ‘ডন ২’ এর কাহিনীও সিনেমাপ্রেমীদের অনেক মুগ্ধ করেছিল। এরপর সবাই প্রত্যাশা করছিল কবে ডন ইউনিভার্সের পরবর্তী সিনেমা আসবে।
গত বছর পরিচালক ফারহান আখতার ঘোষণা দেন ‘ডন ৩’ সিনেমা নির্মাণ করার। যদিও এতে শাহরুখ খানকে দেখা যাবে না, প্রধান চরিত্রে থাকছেন রণবীর সিং। তার বিপরীতে কিয়ারা আদভানির নাম ঘোষণা করা হয়। তবে এবার জানা গেল, সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা।
জানা গেছে, ঘরে নতুন অতিথির আগমন উপলক্ষে কিয়ারা এখন নিজের দিকে বেশি খেয়াল রাখছেন। অনাগত সন্তানের ভেবে ‘ডন ৩’ সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
সিনেমা নয় বরং সন্তান বেশি গুরুত্বপূর্ণ কিয়ারা কাছে। তাই এমন জনপ্রিয় মুভি সিরিজ থেকে সরে দাঁড়ালেন। যদিও আগে থেকে চলমান ‘ওয়ার ২’ এবং ‘টক্সিক’ সিনেমার কাজ চালিয়ে যাবেন তিনি। খুব দ্রুত শেষ হতে চলেছে এ সিনেমা দুটির কাজ।