
ফেঞ্চুগঞ্জ (সিলেট), ২০ আগস্ট ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দুইবারের বিপ্লবী আহ্বায়ক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল আহাদ খাঁন জামাল।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে র্যালিতে অংশগ্রহণ করেন এবং স্বেচ্ছাসেবক দলের ইতিহাস, সংগ্রাম ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন। র্যালিটি ফেঞ্চুগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আব্দুল আহাদ খাঁন জামাল বলেন,
“স্বেচ্ছাসেবক দল হচ্ছে বিএনপির প্রাণ। এই সংগঠনের প্রতিটি কর্মী অতীতের মতো ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।