০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে দুই ব্যবসায়ীর বসতবাড়ি ভস্মীভূত

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 33

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ-

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় দুই ব্যবসায়ী লাল মিয়া ও কাজল মিয়ার বসতবাড়িতে হঠাৎ লাগা আগুন মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সবাই ঘুমিয়ে থাকাকালে হঠাৎ বাড়ির একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়েই আগুন ভয়াবহ আকার ধারণ করলে আশপাশের মানুষ এগিয়ে এসে পানি ও বালতি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, তবে তাতে কোনো সাফল্য মেলেনি।

পরে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যেই লাল মিয়ার পুরো বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও তাদের গাড়িতে পর্যাপ্ত পানি না থাকায় পুকুরের পানি ব্যবহার করে আগুন নেভানোর কাজ করতে হয়। এতে সময় নষ্ট হওয়ায় ঘরের সবকিছুই আগুনে ভস্মীভূত হয়ে যায়।

প্রাথমিক হিসাবে আগুনে মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ী লাল মিয়া জানান, “আমার পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। দেয়াল পর্যন্ত ফেটে গেছে। অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।”

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদ হাসান শুভ বলেন, “ঘরের দেয়াল ছাড়া সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকা হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।” তিনি আরও জানান, “রাস্তা সরু থাকায় পানিভর্তি গাড়ি ভেতরে নেওয়া সম্ভব হয়নি, তাই বাইরে থেকে পাইপ দিয়ে পানি সরবরাহ করা হয়েছে।”

Tag :

Leave a Reply

বেনাপোলের লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত।

ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে দুই ব্যবসায়ীর বসতবাড়ি ভস্মীভূত

আপডেট সময়: ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ-

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় দুই ব্যবসায়ী লাল মিয়া ও কাজল মিয়ার বসতবাড়িতে হঠাৎ লাগা আগুন মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সবাই ঘুমিয়ে থাকাকালে হঠাৎ বাড়ির একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়েই আগুন ভয়াবহ আকার ধারণ করলে আশপাশের মানুষ এগিয়ে এসে পানি ও বালতি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, তবে তাতে কোনো সাফল্য মেলেনি।

পরে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যেই লাল মিয়ার পুরো বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও তাদের গাড়িতে পর্যাপ্ত পানি না থাকায় পুকুরের পানি ব্যবহার করে আগুন নেভানোর কাজ করতে হয়। এতে সময় নষ্ট হওয়ায় ঘরের সবকিছুই আগুনে ভস্মীভূত হয়ে যায়।

প্রাথমিক হিসাবে আগুনে মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ী লাল মিয়া জানান, “আমার পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। দেয়াল পর্যন্ত ফেটে গেছে। অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।”

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদ হাসান শুভ বলেন, “ঘরের দেয়াল ছাড়া সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকা হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।” তিনি আরও জানান, “রাস্তা সরু থাকায় পানিভর্তি গাড়ি ভেতরে নেওয়া সম্ভব হয়নি, তাই বাইরে থেকে পাইপ দিয়ে পানি সরবরাহ করা হয়েছে।”