
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও ২ জনের মনোনয়ন বাতিল করা হয়। প্রাথমিকভাবে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে তা বৈধ ঘোষণা করা হয়।
রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাময়িকভাবে স্থগিত হওয়া প্রার্থী ছিলেন সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জামান আহমদ সিদ্দিকী। দাখিলকৃত মনোনয়নপত্রে আয়ের উৎস সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকায় রিটার্নিং কর্মকর্তা প্রথমে তার মনোনয়ন স্থগিত ঘোষণা করেন। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি প্রকৃত ও পূর্ণাঙ্গ আয়ের উৎস সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে পুনরায় যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
অন্যদিকে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, তারা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি 








