০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১১:০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 9

সাতক্ষীরায় মহিলা সমাবেশ মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস।

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস।

তিনি বলেন, কেউ যেন আর ভোট চুরি করতে না পারে। আমরা ভোট চুরি করতেও চাইনা, আবার বিনা ভোটে নির্বাচিতও হতে চাই না। আমরা চাই যুদ্ধ করে, লড়াই করে জিততে। চাই জনগনের সরকার প্রতিষ্ঠা করতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। কারণ জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সুতরাং আমরা যেন আমাদের ভোটটি দিতে পারি। যেন দিনের ভোট রাতে না হয়। আমরা যেন আমার ভোট আমি দেব,যাকে খুশি তাকে দেবো। এটা প্রতিষ্ঠা করতে হবে।’

বৃহস্পবিার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত জনতার দাবির মুখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে পাটকেলঘাটাকে উপজেলা করা হবে বলে ঘোষণা দেন।

তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা বিভাগীয় টিম লিডার ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আলি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা মহিলাদলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: আফরোজা আব্বাস

আপডেট সময়: ১১:০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস।

তিনি বলেন, কেউ যেন আর ভোট চুরি করতে না পারে। আমরা ভোট চুরি করতেও চাইনা, আবার বিনা ভোটে নির্বাচিতও হতে চাই না। আমরা চাই যুদ্ধ করে, লড়াই করে জিততে। চাই জনগনের সরকার প্রতিষ্ঠা করতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। কারণ জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সুতরাং আমরা যেন আমাদের ভোটটি দিতে পারি। যেন দিনের ভোট রাতে না হয়। আমরা যেন আমার ভোট আমি দেব,যাকে খুশি তাকে দেবো। এটা প্রতিষ্ঠা করতে হবে।’

বৃহস্পবিার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত জনতার দাবির মুখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে পাটকেলঘাটাকে উপজেলা করা হবে বলে ঘোষণা দেন।

তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা বিভাগীয় টিম লিডার ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আলি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা মহিলাদলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।