০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আলমগীর নিহত

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১২:৪২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 38

ফেঞ্চুগঞ্জ (সিলেট):

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন (প্রায় ২৫), তিনি এসএসসি-২০১৬ ব্যাচের শিক্ষার্থী এবং পেশায় পুলিশ সদস্য ছিলেন।

আজ ২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেঞ্চুগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন আলমগীর। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীরের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”

Tag :

Leave a Reply

বালিয়াডাঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের দুইজন নিহত, আহত আরও দুইজন

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আলমগীর নিহত

আপডেট সময়: ১২:৪২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ফেঞ্চুগঞ্জ (সিলেট):

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন (প্রায় ২৫), তিনি এসএসসি-২০১৬ ব্যাচের শিক্ষার্থী এবং পেশায় পুলিশ সদস্য ছিলেন।

আজ ২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেঞ্চুগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন আলমগীর। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীরের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”