
ফেঞ্চুগঞ্জ, সিলেট | ১৪ আগস্ট ২০২৫:
আসন্ন ২৫ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি পুরোদমে চলছে। এ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিচিত ও কর্মঠ ব্যবসায়ী কমল হাসান বাবর। তিনি নির্বাচন কমিশন থেকে হারমোনিয়াম প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রার্থী কমল হাসান বাবর এক বার্তায় ব্যবসায়ী সমাজের উদ্দেশ্যে বলেন: “প্রিয় ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রাণপ্রিয় সম্মানিত ব্যবসায়ীবৃন্দ
আসসালামু আলাইকুম।
আমি কমল হাসান বাবর, দপ্তর সম্পাদক পদপ্রার্থী। আমাকে হারমোনিয়াম মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
আপনাদের দোয়া, সহযোগিতা, সমর্থন ও মূল্যবান ভোটই হবে আমার শক্তি।
আসুন, আমরা সবাই মিলে একটি স্বচ্ছ, ঐক্যবদ্ধ ও ব্যবসাবান্ধব বণিক সমিতি গড়ে তুলি।”**
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি দপ্তরের কার্যক্রমে জবাবদিহিতা, তথ্যের যথাযথ সংরক্ষণ এবং সদস্যদের পাশে থেকে কাজ করবেন।
ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী সমাজের মধ্যে এই প্রার্থীকে ঘিরে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই তাঁর সততা, নিষ্ঠা ও উদার মনোভাবের প্রশংসা করছেন।